আজকে আপনাদের জন্য Facebook এর অসাধারণ একটি ট্রিক নিয়ে হাজির হলাম.. আপনি নিশ্চয়ই খুশী হবেন যদি আপনার ID কেউ Report করতে না পারে। আজকে এরকমই একটা ট্রিক নিয়ে হাজির হয়েছি। আপনারা চাইলে এটা অবশ্যই করতে পারবেন। কেউ আপনার id রিপোর্ট তো দূরের কথা Profile Visit ই করতে পারবে না। আর Profile এ যদি কেউ Visit করতে না পারে Report করবে কিভাবে। আজকে যে ট্রিকটা শেখাবো এটা হলো Overlooked Nickname পদ্ধতি.. তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক….
 Files You Needed 
.
প্রথমেই আপনারা ফেসবুক লাইট অ্যাপটি অপেন করে Settings=> Account Information=> Name Edit=> Add A Nickname=> এ চলে যান। না বুঝলে স্কিন শর্ট ফলো করুন

Sshots – 1

   
.
তারপর আপনারা Text Repeater অ্যাপটি অপেন করে প্রথম অপশনে ক্লিক করুন। তারপর আমার দিয়া কোডটি প্রথম বক্সে পেস্ট করে নিচের বক্সে 500 লিখে Generate অপশনে ক্লিক করুন। তারপর পুরো কোডটা কপি করে নিন। না বুঝলে স্কিন শর্টস দেখুন।

Sshots – 2

 
.
তারপর আপনারা Touch VPN অ্যাপটি অপেন করে নিন এবং Spain সিলেক্ট করে কানেক্ট করে দিন তারপর আপনারা ফেসবুক লাইট অ্যাপটিতে আবার ডুকুন এবং Nickname অপশনে ক্লিক করে Name With Title অপশন সিলেক্ট করুন এবং Show At Top অপশনে ঠিক চিহ্ন দিয়ে দিন। আর এটা করার পর আপনারা নেম বক্সে যেকোনো একটা নাম অথবা যা খুশি লিখে দিন এবং সেটা লিখার পর একটু আগে যে কোডটি কপি করলেন Text Repeater অ্যাপ থেকে সেটা এই বক্সে 5 বার পেস্ট করে দিন। তারপর সেব করে দিন।
  • ব্যাস আপনার কাজ শেষ। প্রুভ ↓
 

আর কিছু করতে হবেনা। এখন কেউ আপনার আইডিতে ডুকতে গেলেই এরকম লেখা চলে আসবে। যার ফলে কেউ প্রোফাইলে রিপোর্ট তো দূরের কথা আপনার আইডি ভিজিটই করতে পারবেনা।

4 Comments

Post a Comment